WB Primary TET  Preparation 

Topic - Child  Development & Pedagogy  




প্রথমে এই প্রশ্ন ও উত্তর গুলো পরে নাও তার পর নীচের মকটেস্টটা দাও 


①  মানুষের বৌদ্ধিক বিকাশের দুটি নাম হল -

👉 চিত্রগত ও ক্রিয়াগত দিক



②  শিশুর জীবন বিকাশ হয় -

👉 সক্রিয় চিন্তনের মাধ্যমে



③ মনঃসামাজিক বিকাশের তত্ত্বে মূল প্রবক্তা কে?

👉 এরিকসন



④ ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় জীবন বিকাশের কোন স্তরকে?

👉 কৈশোরকাল



⑤ একজন শিক্ষার্থী প্রথম শিক্ষা কার কাছ থেকে পায়?

👉 মা



⑥ শিক্ষার্থীরা সেইসব শিক্ষকের কাছে শিক্ষা লাভে  বাড়তি আগ্রহ বোধ করে, যাঁরা -

👉 স্নেহপ্রবণ



⑦ Process of Growth হলো -

👉 দৈহিক পরিবর্তন



⑧ Process of Development হলো -

👉  শারীরিক পরিবর্তন



⑨ Quantitative Change বলতে কী বোঝায় ?

👉 বৃদ্ধি



⑩  ছাত্রদের বাড়ির কাজ দেওয়া হয় কেন ?

👉 ছাত্ররা পাঠ কতটা বুঝতে পেরেছে তা জানার জন্য



⑪  শিশুদের প্রাত্যহিক কাজ দেওয়ার উদ্দেশ্য কী ?

👉  ❶   তাদের মধ্যে বিষয় সম্পর্কে আগ্রহ তৈরি করা

❷ প্রত্যহ পাঠের জন্য

       বিষয়ের প্রতি ভালাে জ্ঞানের জন্য



⑫ বর্তমানে ছাত্রদের শিক্ষার প্রতি আগ্রহ নেই, কারণ -

👉  উপযুক্ত পাঠক্রম এবং আদর্শ শিক্ষার অভাব



⑬  শিক্ষকের সেই ছাত্রের ওপর গর্বিত হওয়া উচিৎ যে -

👉 দেশের উন্নতির জন্য কাজ করবে



⑭ একজন ভালাে শিক্ষক -

👉  শ্রেণির প্রতিটি ছাত্রদের প্রতি সমান দৃষ্টি রাখবে



⑮  ছাত্রদের প্রভাবিত করার জন্য তুমি কী করবে ?

👉 তুমি তােমার চরিত্রতে আদর্শবান এবং আধুনিকতাবান বজায় রাখবে



⑯ পড়ানাের ক্ষেত্রে জেস্টলেট মতবাদ বলতে কী বােঝ ?

👉  ছাত্রদের শারীরিক বিকাশ এবং মানসিক ক্ষমতাকে বর্ধিত করা



⑰ ছাত্রদের শিক্ষিত করার ক্ষেত্রে নৈতিক শিক্ষার গুরুত্ব কী ?

👉  নৈতিক শিক্ষা চরিত্র বিকাশের ক্ষেত্রে প্রয়ােজনীয়



⑱  পড়ানাের সময় তুমি ছাত্রদের সম্পর্কে কী ভাববে ?

👉 তাদের বুদ্ধিমত্তা উন্নত হবে যাতে তারা সাফল্য লাভ করতে পারে



⑲  তােমার ধূমপান করার অভ্যেস আছে। তুমি ছাত্রদের কীভাবে পড়াবে?


👉 শুধুমাত্র স্টাফ রুমে ধূমপান করবে 😀



⑳  শিক্ষকদের উচিৎ পড়ানাের বই ছাড়া অন্যান্য বই পড়া । এর উপকারীতা কী ?

👉 জ্ঞান সম্পূর্ণ ভাবে বিকশিত হতে পারে এবং তারা ভালাে পড়াতে পারেন





১০ নম্বরের মকটেস্ট দাও . ..আর কে কত পেলে কমেন্ট করে জানাও







প্রাইমারি টেট পরীক্ষার বিভিন্ন বিষয়ের মকটেস্ট ও অঙ্কের ক্লাস পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও , আর আমাদের ইউটিউব চ্যানেল টা সাবস্ক্রাইব করো ।

ইউটিউব চ্যানেল - Mahas Solution


টেলিগ্রাম চ্যানেল - Mahas Solution



এই আর্টিকেল টা লিখতে প্রচুর সময় ও শ্রম ব্যয় হয়েছে  ...কেমন লাগলো পোস্টটা কমেন্ট করে জানাও আর ভালো লাগলে বন্ধুদের মাঝে  শেয়ার করো আর এতক্ষণ তোমাকে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ 💗


                              👍👍👍Thank You 👍👍👍