আমি মাহাবুর মল্লিক , বর্তমানে আমি একজন শিক্ষক । আট বছরের শিক্ষকতার অভিজ্ঞতা আছে । সব সময় চাই যে কোনো কঠিন বিষয়কে সহজে আমার ছাত্র ছাত্রীদের সামনে তুলে ধরতে । আমি প্রতিনিয়ত শিখতে আর শেখাতে ভালোবাসি । এই ব্লগে আমি তোমাদের সাথে আমার বিভিন্ন নোটস আর ক্লাস শেয়ার করব ।
Mahabur Mollick |
এছাড়া আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে নিয়মিত বিভিন্ন ক্লাসের ক্লাস দিয়ে থাকি .. যেখানে আমার সাথে 5000+ শিক্ষার্থী যুক্ত আছে ।
পরিশেষে নিজের সম্পর্কে একটা কথায় বলবো - যেহেতু শিক্ষকতা ছাড়া অন্য কিছু আমি খুব ভালো পারি না, তাই শিক্ষক হিসাবেই নিজের সেরাটা দিতে চাই ।
আমার সম্পর্কে পড়ার জন্য ধন্যবাদ ..👍
0 মন্তব্যসমূহ
কোনো প্রশ্ন থাকলে জানাও