Recents in Beach

মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের ১ মার্কের প্রশ্ন ও উত্তর ২০২১ সাল


দ্বিতীয় অধ্যায় :- 


সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা


MCQ প্রশ্ন - উত্তর


1. দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চালু হয় -

(ক) 1872  খ্রিস্টাব্দে

(খ) 1878 খ্রিস্টাব্দে

(গ) 1876 খ্রিস্টাব্দে

(ঘ) 1894 খ্রিস্টাব্দে

উত্তর - (খ) 1878 খ্রিস্টাব্দে


2. দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চালু করেন -

(ক)  লর্ড কার্জন

(খ)  লর্ড ক্যানিং

(গ)  লর্ড লিটন

(ঘ)  লর্ড নর্থব্রুক

উত্তর - (ঘ)  লর্ড নর্থব্রুক


3. নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন চালু করেন -

(ক) লর্ড নর্থব্রুক

(খ) লর্ড কার্জন

(গ)  লর্ড ওয়েলেসলি

(ঘ) ওয়ারেন হেস্টিংস

উত্তর -  (ক) লর্ড নর্থব্রুক



4. ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় -

(ক)  বোম্বাই বিশ্ববিদ্যালয়

(খ) মাদ্রাজ বিশ্ববিদ্যালয়

(গ)  বেনারস বিশ্ববিদ্যালয়

(ঘ) কলকাতা বিশ্ববিদ্যালয়

উত্তর - (ঘ) কলকাতা বিশ্ববিদ্যালয়



5. গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হতো -

(ক) কলকাতা থেকে

(খ) ঢাকা থেকে 

(গ)  কুষ্টিয়া থেকে 

(ঘ) নদীয়া থেকে 

উত্তর - (গ)  কুষ্টিয়া থেকে


6.  ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়েছিল -

(ক) 1878 খ্রিস্টাব্দে

(খ) 1882 খ্রিস্টাব্দে

(গ) 1892 খ্রিস্টাব্দে

(ঘ) 1902 খ্রিস্টাব্দে

উত্তর - (ক) 1878 খ্রিস্টাব্দে


7. বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয় ?

(ক) অষ্টাদশ শতক

(খ) ঊনবিংশ শতক

(গ)   বিংশ শতক 

(ঘ) একবিংশ শতক

উত্তর - (খ) ঊনবিংশ শতক


8. রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয় ? 

(ক) 1872 খ্রিস্টাব্দে

(খ) 1892  খ্রিস্টাব্দে

(গ) 1887  খ্রিস্টাব্দে

(ঘ) 1897  খ্রিস্টাব্দে

উত্তর - (ঘ) 1897  খ্রিস্টাব্দে



8. ব্রহ্মানন্দ উপাধি ছিল কার ?

(ক) দেবেন্দ্র নাথ ঠাকুর 

(খ) আনন্দ মোহন বসু

(গ)  কেশব চন্দ্র সেন

(ঘ) শিবনাথ শাস্ত্রী

উত্তর - (গ)  কেশব চন্দ্র সেন


9. ' আদি ব্রাহ্ম সমাজ ' - এর প্রধান নেতা কে ছিলেন ?

(ক) কেশব চন্দ্র সেন

(খ) দেবেন্দ্র নাথ ঠাকুর

(গ)  শিবনাথ শাস্ত্রী

(ঘ) আনন্দ মোহন বসু

উত্তর - (খ) দেবেন্দ্র নাথ ঠাকুর


10. ' বামাবোধিনী ' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

(ক) শিশির কুমার ঘোষ

(খ) উমেশ চন্দ্র দত্ত

(গ)  কৃষ্ণ চন্দ্র মজুমদার

(ঘ) দ্বারকা নাথ বিদ্যাভূষণ

উত্তর - (খ) উমেশ চন্দ্র দত্ত


11. সাধারণ ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয় ?

(ক) 1880 খ্রি:

(খ) 1891 খ্রি:

(গ) 1895 খ্রি:

(ঘ) 1878 খ্রি:

উত্তর - (ঘ) 1878 খ্রি:


12. কে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন ?

(ক) লর্ড বেন্টিঙ্ক 

(খ) ওয়ারেন হেস্টিংস

(গ)  লর্ড ওয়েলেসলি

(ঘ) রবার্ট ক্লাইভ

উত্তর - (ক) লর্ড বেন্টিঙ্ক 


13. "বিধবা পুনর্বিবাহ আইন" পাস হয় কত সালে ?

(ক) 1856 খ্রি:

(খ) 1857 খ্রি:

(গ)  1875 খ্রি:

(ঘ) 1876 খ্রি:

উত্তর - (ক) 1856 খ্রি:



14. ব্রাহ্ম ধর্মের প্রবর্তক কে ?

(ক)  রাজা রামমোহন রায়

(খ) স্বামী বিবেকানন্দ

(গ)   কেশব চন্দ্র সেন

(ঘ) দেবেন্দ্র নাথ ঠাকুর

উত্তর - (ক)  রাজা রামমোহন রায়



15. ‘ বর্তমান ভারত’  কে রচনা করেন ?

(ক)  রাজা রামমোহন রায়

(খ) কেশব চন্দ্র সেন

(গ)   স্বামী বিবেকানন্দ

(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তর - (গ)   স্বামী বিবেকানন্দ


অতি সংক্ষিপ্ত প্রশ্ন - উত্তর


1. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম কী ?


👉  ‘দিগদর্শন’ ।


2. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কী ?


👉 ‘সমাচার দর্পণ’ ।


3. সম্বাদ কৌমুদীর সম্পাদনা কে শুরু করেন ?


👉 রামমােহন রায় ।


4. বামাবােধিনী সভা কবে স্থাপিত হয় ?


👉 1863 খ্রিস্টাব্দে ।


5. ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন?


👉 লর্ড ওয়েলেসলি ।


6. ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?


👉 1800 খ্রিস্টাব্দে ।


7. শ্রীরামপুর কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?


👉 1818 খ্রিস্টাব্দে ।


8. হুতুম প্যাচার নকশা কার লেখা?


👉 কালীপ্রসন্ন সিংহ ।


9. কত খ্রিস্টাব্দে 'মেকলে মিনিট' পেশ করা হয় ?


👉 1835 খ্রিস্টাব্দে ।


10. অ্যাংলাে হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন কে ?


👉 রামমােহন রায়, 1815 খ্রিস্টাব্দে ।


11. ‘আত্মীয়সভা’ কে প্রতিষ্ঠা করেন ?


👉 রাজা রামমােহন রায় (1815 খ্রি:) ।


12. সতীদাহ প্রথা নিবারণ আইন কে পাশ করেন ?


👉 লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ।


13. আধুনিক ভারতের জনক কাকে বলা হয় ?


👉 রাজা রামমােহন রায়কে ।


14. নব্যবঙ্গ গােষ্ঠীর দু'টি মুখপত্রের নাম লেখাে ।


👉 'জ্ঞানান্বেষণ', 'এনকোয়ারার' |



15. হাজি মহম্মদ মহসিন কে ছিলেন ?


👉 একজন ধর্মপ্রাণ মহান লােকহিতৈষী ব্যক্তি ।


16. যত মত তত পথ এই মতবাদের প্রবক্তা কে ?


👉 রামকৃয়দেব |


17. রামকৃয় মিশন কে প্রতিষ্ঠা করেন ?


👉 স্বামী বিবেকানন্দ (1897 খ্রি:) ।


18. লালন ফকির কে ছিলেন ?


👉 বাংলার একজন বাউল কবি ।


19. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম কী ?


👉 সংবাদ প্রভাকর ।


20. বারাণসী সংস্কৃত কলেজ’ কে প্রতিষ্ঠা করেছিলেন?


👉 জোনাথন ডানকান ।


21. বারাণসী সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?


👉 1791 খ্রিস্টাব্দে ।


22. G.C.P.I কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?


👉 1823 খ্রিস্টাব্দে ।




সত্য / মিথ্যা নির্বাচন করো



1. মেকলে এবং আলেকজান্ডার ডাফ কে ছিলেন পাশ্চাত্যবাদী I

সত্য

2. ‘ নীলদর্পণ ’  নাটক ইংরেজিতে অনুবাদ করেন জেমস লং I

মিথ্যা

3. শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন I

মিথ্যা

4. ‘  নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন ‘  পাস হয় 1876  খ্রিস্টাব্দে I

সত্য




এই রকমের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর প্রত্যেকদিন পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই অবশ্যই ফ্রেন্ড দের  মধ্যে শেয়ার করবে I 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ