সবাইকে শুভেচ্ছা, আমরা মাধ্যমিক পরিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর শেয়ার করছি। আজ তার দ্বিতীয় পর্ব , যেখানে আমরা মাধ্যমিক ইতিহাসের 20 টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখবো। প্রতিটি প্রশ্ন মাধ্যমিক নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র সংকলন থেকে নেওয়া হয়েছে। পোস্টটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে..
1. কেকের দেশ বলা হয় –
ক) ফ্রান্সকেখ) স্কটল্যান্ডকেগ) ভারতকেঘ) আয়ারল্যান্ডকে
➡️ খ) স্কটল্যান্ডকে
ক) VIIIখ) XIIগ) XVঘ) XVII
➡️ গ) XV
3. ব্রিটিশ ভারতে প্রথম কৃষক বিদ্রোহ –
ক) সন্ন্যাসী ও ফকির বিদ্রোহখ) চুয়াড় বিদ্রোহগ) পাইক বিদ্রোহঘ) বারাসত বিদ্রোহ
➡️ ক) সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ
4. তিতুমিরের আসল নাম –
ক) মির নিসার আলি
খ) মাসুদগ) মহসিন
ঘ) গফুর
➡️ ক) মির নিসার আলি
5. সন্ন্যাসী বিদ্রোহের কথা আছে –
ক) আনন্দমঠ-এগ) গােরা উপন্যাসে
খ) বর্তমান ভারত'-এ
ঘ) ভারতমাতা-চিত্রে
➡️ ক) আনন্দমঠ-এ
6. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন –
ক) ডঃ বিধানচন্দ্র রায়
খ) প্রফুল্ল ঘােষগ) প্রফুল্ল সেন
ঘ) জ্যোতি বসু
➡️ খ) প্রফুল্ল ঘােষ
7. ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য –
ক) হায়দ্রাবাদ
খ) গুজরাটগ) অন্ধ্রপ্রদেশ
ঘ) তামিলনাড়ু
➡️ গ) অন্ধ্রপ্রদেশ
8. কার্টুনের মাধ্যমে জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছিলেন –
ক) রবীন্দ্রনাথ
খ) অবনীন্দ্রনাথগ) গগনেন্দ্রনাথ
ঘ) হিমু
➡️ গ) গগনেন্দ্রনাথ
9. INTUC- এর প্রথম সভাপতি ছিলেন –
ক) লালা লাজপত রায়
খ) চমনলালগ) যমুনালাল
ঘ) ব্যপ্তিস্তা
➡️ ক) লালা লাজপত রায়
10. মােহনবাগান I.F.A. শিল্ড জেতে –
ক) ১৯১১ খ্রিঃ
খ) ১৯১২ খ্রিঃ
গ) ১৯১৩ খ্রিঃ
ঘ) ১৯১৪ খ্রিঃ
➡️ ক) ১৯১১ খ্রিঃ
11. বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন –
ক) বঙ্কিমচন্দ্র
খ) গঙ্গাকিশােরগ) অক্ষয় দত্ত
ঘ) হরিশ্চন্দ্র মুখার্জী
➡️ ক) বঙ্কিমচন্দ্র
12. ভারতসভা প্রতিষ্ঠিত হয় –
ক) ১৮৭৪ খ্রিঃ
খ) ১৮৭৫ খ্রিঃগ) ১৮৭৬ খ্রিঃ
ঘ) ১৮৭৭ খ্রিঃ
➡️ গ) ১৮৭৬ খ্রিঃ
13. বরদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেন –
ক) বল্লভভাই প্যাটেল
খ) গান্ধিজীগ) স্বামী সহজানন্দ
ঘ) বিবেকানন্দ
➡️ ক) বল্লভভাই প্যাটেল
14. ‘শৃঙ্খল-ঝংকার’ গ্রন্থের লেখক –
ক) কল্পনা দত্ত
খ) বীণা দাস
গ) প্রীতিলতা ওয়াদ্দেদার
ঘ) লীলা নাগ
➡️ খ) বীণা দাস
15. বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় –
ক) ১৯২০ খ্রিঃ
খ) ১৯২১ খ্রিঃ
গ) ১৯২২ খ্রিঃ
ঘ) ১৯২৪ খ্রিঃ
➡️ খ) ১৯২১ খ্রিঃ
16. পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা –
ক) মেকলের প্রতিবেদন
খ) উডের ডেসপ্যাচগ) হান্টার কমিশন
ঘ) মুদালিয়র কমিশন
➡️ খ) উডের ডেসপ্যাচ
17. The Annihilation of Caste লিখেছেন –
ক) আম্বেদকর
খ) নারায়ণ গুরুগ) জ্যোতিবা ফুলে
ঘ) পত্তি শ্রীরামালু
➡️ ক) আম্বেদকর
18. সিপাহী বিদ্রোহে প্রথম শহিদ –
ক) নানা সাহেব
খ) বিরজিস কাদিরগ) মঙ্গল পান্ডে
ঘ) বেগম হজরত মহল
➡️ গ) মঙ্গল পান্ডে
19. বাংলার প্রথম মুদ্রণশিল্পী –
ক) হিকি
খ) জন ম্যাকেগ) উইলিয়াম কেরি
ঘ) পঞ্চানন কর্মকার
➡️ ক) হিকি
20. গান্ধিজি 'হরিজন' বলতে বুঝতেন –
ক) ঈশ্বরের সেবক
খ) ঈশ্বরের সন্তানগ) নীচ জাতি
ঘ) ঈশ্বরের ভক্ত
➡️ খ) ঈশ্বরের সন্তান
👍👍 অসংখ্য ধন্যবাদ 👍👍
4 মন্তব্যসমূহ
Sir আমি Puskar Sikdar। আমি 20/20 পেয়েছি।
উত্তরমুছুনখুব ভালো, Puskar 👌👌
মুছুনAmi rupam Patra .Ami 20/20 payechi
উত্তরমুছুনখুব ভালো, Rupam 👌👌
মুছুনকোনো প্রশ্ন থাকলে জানাও