এই পােস্টে আমরা আলােচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া সেপ্টেম্বর মাসের সপ্তম শ্রেনীর পরিবেশ ও বিজ্ঞান এর 2021 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তরগুলি । আশা করি এতে তােমরা সবাই উপকৃত হবে ।  ( Class 7 Model Activity Task History 2021 PART 6 [3RD SERIES])

model activity task class7 science part 6 solutions






 ১. ঠিক উত্তর নির্বাচন করো :×=


১.১ যেক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হলো -

(
ক) দেয়াল (খ) কাগজ (গ) কাপড় (ঘ) আয়না



১.২ যেটি পরিবেশবান্ধব শক্তির উৎস নয় সেটি হলো

(
ক) সূর্য (খ) বায়ুপ্রবাহ (গ) জীবাশ্ম জ্বালানি (ঘ) জৈব গ্যাস



১.৩ রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদে সেটি হলো

(
ক) আলু (খ) কচুরিপানা (গ) বেল (ঘ) কুমড়ো



২. ঠিক বাক্যের পাশে ‘’ আর ভুল বাক্যের পাশে ‘x চিহ্ন দাও :×৩=৩



২.১ কোনো দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য তার চৌম্বক দৈর্ঘ্যের চেয়ে সামান্য কম হয়


২.২ কাণ্ডের যে অংশ থেকে শাখা বেরোয় তাকে পর্বমধ্য বলেx


২.৩ তেঁতুল পাতা হলো একক পত্রের একটি উদাহরণx



৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :×= 8

৩.১ চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কীসের ওপর দাঁড়িয়ে কাজ করা উচিত – লোহার চেয়ার না কাঠের টুল ? কেন ?

 

👉 চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কাঠের টুলের ওপর দাঁড়িয়ে কাজ করা উচিত  কারণ লোহা তড়িতের সুপরিবাহী ফলে লোহার চেয়ারে দাঁড়িয়ে কাজ করলে লোকটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারে কিন্তু কাঠ যেহেতু তড়িতের কুপরিবাহী তাই চালু লাইনের কাজ করার সময় কাঠের টুলের ওপর দাঁড়িয়ে কাজ করা বেশি নিরাপদ ।



৩.২ উদ্ভিদের মূলের প্রধান কাজ কী কী ?

👉 উদ্ভিদের মূলের প্রধান কাজ গুলি হল

১. গাছকে মাটিতে আঁকড়ে ধরে রাখা বা দৃঢ়তা প্রদান করা

২. মাটি থেকে জল শোষণ করা 

এছাড়া কিছু কিছু গাছের মূলের নির্দিষ্ট কিছু কাজ আছে , যথা - 

a) বংশবিস্তার করা

b) মাটির ওপর থেকে শ্বাস নেওয়া 

c) গাছকে ঠেস দিয়ে সোজা দাঁড়িয়ে থাকতে সাহায্য করে

d) খাদ্য সঞ্চয় করা 

e) অন্য গাছকে আঁকড়ে ওপরে ওঠা

f) বাতাস থেকে জলীয় বাষ্প নেওয়া



৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও । 



৪.১ সুচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড়ো করা হলে প্রতিকৃতির কী পরিবর্তন হবে ? ব্যাখ্যা করো


👉 ছিদ্র বড় হলে বেশি পরিমাণ আলো ক্যামেরার ভিতরে প্রবেশ করায় প্রতিকৃতির উজ্জ্বলতা বাড়ে, কিন্তু প্রতিকৃতি অস্পষ্ট হয়। কারণ বড় ছিদ্র ছোট ছোট ছিদ্রের সমষ্টি। প্রতিটি ছোট ছিদ্র পর্দায় একটি করে প্রতিকৃতি সৃষ্টি করে। এই প্রতিকৃতিগুলি একে অপরের উপর পড়ে সমগ্র প্রতিকৃতিকে অস্পষ্ট করে দেয়


৪.২ সমুদ্রের মাছ কীভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে ব্যাখ্যা করো

👉

1. সমুদ্রের মাছ ঘন মূত্র ত্যাগ করে; ফলে খুব কম জল দেহ থেকে বেরিয়ে যায়।

2. সমুদ্রের মাছ ফুলকার মাধ্যমে দেহের অতিরিক্ত আয়ন ত্যাগ করে

নোনা জলের মাছ


Class 7  Model Activity Task Part 6 - History


܀܀܀܀܀܀܀

 

 পোস্টটি অবশ্যই তোমাদের বন্ধুদের Whatsapp , Facebook ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে।  সবাইকে অসংখ্য ধন্যবাদ  👊👊