Recents in Beach

2021 WBBSE Class 7 Math Model Activity Task Full Solutions


সপ্তম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 এই পোস্টে শেয়ার করা হয়েছে । নিচের ভিডিওটি যদি তোমরা একবার দেখো তাহলে আমার বিশ্বাস প্রতিটি অংকের সমাধান খুব ভালো ভাবে বুঝতে পারবে । কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ।     


মডেল অ্যাক্টিভিটি টাস্ক
সপ্তম শ্রেণি
গণিত


নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :

1. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs) :


i. তোমার উচ্চতা 5 ফুট এবং তোমার ওজন 50 কিগ্রা হলে, তোমার উচ্চতা এবং ওজনের অনুপাত


(a) 5:50

(b) 10:1

(c) 50:5

(d) সম্ভব নয় 

ii. x = 3 এবং y = 5 হলে, নীচের কোন সংখ্যামালার মান (-8) হবে


(a) x + y

(b) x - y

(c) x + y

(d) -x - y

iii. P, Q, R ক্রমিক সমানুপাতী হলে P, Q এবং R-এর মধ্যে সম্পর্ক হলো


(a) P/Q = R/P

(b) Q/P = R/Q

(c) R/P = Q/R

(d) 2Q = P + R

2. অতি সংক্ষেপে উত্তর লেখো :


i. 3:4=15 (15+K) হলে, x-এর মান কতো হবে ?

উত্তর – নীচের ভিডিওতে এর সমাধান করে দেওয়া আছে ।

ii. একটি সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 60° হলে, সমকোণ ছাড়া অপর দুটি কোণের পরিমানের অনুপাত কি হবে
?


উত্তর – নীচের ভিডিওতে এর সমাধান করে দেওয়া আছে ।


iii. (–2x2 + x) থেকে কতো বিয়োগ করলে বিয়োগ ফল x হবে ?

উত্তর – নীচের ভিডিওতে এর সমাধান করে দেওয়া আছে ।

3. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :


i. সংখ্যারেখায় (6) + (-2)-কে দেখাও

উত্তর – নীচের ভিডিওতে এর সমাধান করে দেওয়া আছে ।

ii. প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করে ভাগফল নির্ণয় করো : 

14x4y6- 21x3y5, -7x3y4, যেখানে x 0, y 0


উত্তর – নীচের ভিডিওতে এর সমাধান করে দেওয়া আছে ।


4. স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে ABC অঙ্কন করো যার মান 60° CB বাহুকে D পর্যন্ত বাড়িয়ে দাও । 

ABD-কে BE দ্বারা সমদ্বিখণ্ডিত করো এবং ABE-এর পরিমাপ লেখো

উত্তর – নীচের ভিডিওতে এর সমাধান করে দেওয়া আছে ।




ভালো লাগলে অবশ্যই এই পোস্টটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো । অনেক ধন্যবাদ ...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ