Recents in Beach

2021 Model Activity Task Class 6 Bengali Part 1 Answer Pdf

Model Activity Task Class 6 2021 Answers





১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :

১.১ভবঘুরেকবিতায়শুকনো খড়ের আঁটিরয়েছে -

(ক) অশ্বত্থ গাছের নীচে              

(খ) মাঠ         

(গ) গোলাঘরে                             

(ঘ) নৌকোর খোলে

 

১.২তাকে আসতে বলবে কাল।'— আসতে বলা হয়েছে

(ক) শংকর সেনাপতিকে              

(খ) অভিমন্যু সেনাপতিকে

(গ) বিভীষণ দাশকে                   

(ঘ) পঞ্চানন অপেরার মালিককে

 

১.৩আকাশে নয়ন তুলেদাঁড়িয়ে রয়েছে

(ক) বুনো পাহাড়           (খ) মরুভূমি

(গ) প্রভাত সূর্য             (ঘ) পাইন গাছ

 

১.৪ 'যেতে পারি কিন্তু কেন যাবকাব্যগ্রন্থটির রচয়িতা

(ক) নীরেন্দ্রনাথ চক্রবর্তী            

(খ) অরুণ মিত্র

(গ) শক্তি চট্টোপাধ্যায়                 

(ঘ) অমিয় চক্রবর্তী

 

১.৫ পূর্ববঙ্গের মাহুতের ভাষায়মাইল' শব্দের অর্থ

(ক) পিছনে যাও            

(খ) সাবধান

(গ) বস                        

(ঘ) কাত হও



২. খুব সংক্ষেপে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

২.১ও তো পথিকজনের ছাতা’ – পথিকজনের ছাতা কোন্‌টি ?

উত্তর – নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখাভরদুপুরে কবিতা  অশথ গাছটিকে পথিক জনের  ছাতা বলা হয়েছে । 

 

২.২এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে।” – কেন এমনটি হয় ?

উত্তর - শ্যামল গঙ্গোপাধ্যায় রচিতসেনাপতি শংকরগল্পে  পাঁচ - সাত  মাইলের ভিতরে বঙ্গোপসাগর তাই এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে । 

 

২.৩মন ভালো করাকবিতায় কবি রোদ্দুরকে কীসের সঙ্গে তুলনা করেছেন ?

উত্তর - শক্তি চট্টোপাধ্যায় রচিতমন ভালো করাকবিতা কবি রোদ্দুরকে মাছরাঙা পাখির গায়ের সঙ্গে তুলনা করেছেন  

 

২.৪আমি কথা দিয়ে এসেছি – কথক কোন কথা দিয়ে এসেছেন ?

উত্তর - অরুণ মিত্র রচিতঘাসফড়িংকবিতায়  কথক কথা দিয়ে এসেছেন যে তাকে ভিজে ঘাসের উপর যেতেই হবে । 

 


৩. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

৩.১  ‘দাঁড়ায়ে রয়েছে পামগাছ মরুতটে।

কে এমন স্বপ্ন দেখে কেন সে এমন স্বপ্ন দেখে ?

উত্তর - হাইনরিখ হাইনে রচিতপাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলিকবিতায় পাইন গাছ এমন স্বপ্ন দেখে । 

  • পাইনগাছ যেখানে থাকে, তা শীতের দেশ। তার সেখানে ভালো লাগে না। তার ভালো লাগে, দূরের কিছুকে আর এখানে বরফের অতিরিক্ত ঠান্ডা, পাইনগাছের কষ্ট ও যন্ত্রণার কারণ । সে উত্তাপ ও উষ্ণতা চায়। তার কাছে, গরম দেশ বা স্থান স্বপ্ন দেখার বিষয়, অর্থাৎ ঠান্ডার থেকে তার কাছে গরম জায়গাই প্রত্যাশিত, সেই জন্যই পাইন গাছ পামগাছের স্বপ্ন দেখে

 

৩.২ ... তাই তারা স্বভাবতই নীরব।'

 – কাদের কথা বলা হয়েছে? তারা নীরব কেন ?

উত্তর - সুবিনয় রায়চৌধুরী রচিতপশুপাখির ভাষারচনায় বন্যপ্রাণীদের সম্বন্ধে এই কথা বলা হয়েছে । 

  •  জঙ্গলের পশুকে সর্বদাই প্রাণ বাঁচিয়ে চলতে হয় ।  আক্রমণ করা এবং আত্মরক্ষার জন্য তাদের তৈরি থাকতে হয় ।  তাই জঙ্গলের মাঝে তারা স্বভাবতই নীরব থাকে । 

 

৩.৩  ‘এরা বাসা তৈরি করবার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়

 – উপযুক্ত স্থান খুঁজে নেওয়ার কৌশলটিকুমোরে-পোকার বাসাবাড়িরচনাংশ অনুসরণে লেখো

উত্তর - গোপালচন্দ্র ভট্টাচার্য রচিতকুমোরে পোকার বাসাবাড়িগল্পে কুমোরে পোকা ডিম পাড়ার সময় হলেই  এরা বাসা তৈরি করবার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয় ।  দুই চারদিন ঘুরে-ফিরে মনোমতো  কোনো স্থান দেখতে পেলেই তার আশপাশে বারবার ঘুরে বিশেষভাবে পরীক্ষা করে দেখে । তারপর খানিক দূরে গিয়ে আবার ফিরে আসে এবং স্থানটাকে পুনঃ পুনঃ দেখে নেয় ।  দুই-তিনবার এইরূপ ভাবে উড়ে  অবশেষে তাকে উপযুক্ত স্থান হিসেবে নির্বাচন করে । 

 

৪. নির্দেশ অনুসারে উত্তর দাও :

৪.১ বিসর্গসন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়ের্হচ্ছে – এমন দুটি উদাহরণ দাও

উত্তর -

  • নিঃ + আমিষ =  নিরামিষ
  • প্রাতঃ + রাশ =  প্রাতরাশ

 

৪.২ বিসর্গসন্ধিতে বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করছে – এমন দু'টি উদাহরণ দাও

উত্তর -

  • নিঃ + রব  =  নীরব 
  • নিঃ  + রোগ  = নীরোগ 

 

 

৪.৩ উদাহরণ দাও – জোড়বাঁধা সাধিত শব্দ, শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ

উত্তর -

  • জোড়বাঁধা সাধিত শব্দের উদাহরণ - দশানন, পটলতোলাজলখাবার 
  • শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ - প্রিয়তমক্ষুদ্রতমদয়াময়

৪.৪ সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দের পার্থক্য কোথায় ?

উত্তর - 

সংখ্যাবাচক শব্দ

 পূরণবাচক শব্দ

১. ভাষাতত্ত্বে গণনার উদ্দেশ্যে ব্যবহৃত পদগুলিকে সংখ্যাবাচক শব্দ বা সংখ্যাবাচক পদ বা সংখ্যাবাচক বিশেষণ বলা হয়

১. একই সারি, দল বা শ্রেণীতে অবস্থিত কোন ব্যক্তি বা বস্তুর ক্রম বা পর্যায় বোঝাতে যে সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা হয়, তাকে ক্রম বা পূরণবাচক শব্দ বলে

২. উদাহরণ - এক , দুই , তিন 

২. উদাহরণ - প্রথম, দ্বিতীয় তৃতীয়

 

2021 Model Activity Task Class 6 Bengali

Part 1 Answer Pdf 👉👉 DOWNLOAD


 









একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ