Primary Tet Evs Online Mock Test in Bengali Part - 10 পরিবেশ বিজ্ঞান অনলাইন মকটেস্ট প্রাইমারি টেট পর্ব - ১০

Primary Tet Evs Online Mock Test Bengali Part - 10
Primary Tet Mock Test - 10


প্রিয় বন্ধুরা , 
                        আজ তোমাদের জন্য শেয়ার করছি Primary Tet EVS Online Mock Test in Bengali Part - 10 । পরিবেশ বিজ্ঞান থেকে পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে সেই রকম প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে 
               সুতরাং আর সময় নষ্ট না করে আগে 30 টি প্রশ্নোত্তর ভালো করে পড়ে নিন তারপর নীচের মক টেস্টটিতে অংশ নিন .


1. কোথায়, কবে, বিশুদ্ধ জল ও শৌচব্যবস্থার বিশ্ব পরামর্শ সভা অনুষ্ঠিত হয় ?

[A] নয়াদিল্লি 1990
[B] নয়াদিল্লি 1998
[C] নয়াদিল্লি 1997
[D] নয়াদিল্লি 1987

Ans - নয়াদিল্লি 1990

2. 2025 খ্রিস্টাব্দে পৃথিবীর জনসংখ্যার শতকরা কত শহরে বাস করবে ?

[A] 67 %
[B] 60 %
[C] 50 %
[D] 68 %

Ans -  60 %

3. যে স্থানে পৃথিবীর দুটি প্লেট একটি আর একটির তলায় ঢুকে যায় তাকে কী বলে ?

[A] সাবডাকসন
[B] সারকামভালেশন
[C] সারকাম ফুয়েন্স
[D] এর কোনওটিই নয়

Ans - সাবডাকসন

4. রাষ্ট্রীয় বন্যা আয়ােগ কবে গঠিত হয় ?

[A] 1978 খ্রিস্টাব্দে
[B] 1976 খ্রিস্টাব্দে
[C] 1977 খ্রিস্টাব্দে
[D] 1980 খ্রিস্টাব্দে

Ans - 1976 খ্রিস্টাব্দে

5. বিংশ শতাব্দীর শুরু থেকে এখনও পর্যন্ত ভূ-পূষ্ঠের তাপমাত্রা কতটা বেড়েছে?

[A] 0.6 সেন্টিগ্রেড
[B] 1 সেন্টিগ্রেড
[C] 2 সেন্টিগ্রেড
[D] 0.2 সেন্টিগ্রেড

Ans - 0.6 সেন্টিগ্রেড

6. কোন দশকে সবচেয়ে বেশি উষ্ণ বছর হয়েছে ?

[A] নব্বইয়ের দশক
[B] আশির দশক
[C] সত্তরের দশক
[D] কোনওটিই নয়

Ans - নব্বইয়ের দশক

7. কোন বৈজ্ঞানিক প্রথম গ্লোবাল ওয়ার্মিং-এর পূর্বাভাস দিয়েছিলেন ?

[A] আরহেনিয়াস
[B] ওডাম
[C] স্ট্যানলে
[D] হেইকলার

Ans - আরহেনিয়াস

8. কে প্রথম দেখান বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধি পেলে অতিলােহিত রশ্মির শােষণ বাড়?

[A] আরহেনিয়াস
[B] ওডাম
[C] স্ট্যানলে
[D] গিলবার্ট

Ans - গিলবার্ট

9. কে প্রথম গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে সঠিক ভবিষ্যৎবাণী করেন ?

[A] আরহেনিয়াস
[B] স্ট্যানলে
[C] ওডাম
[D] স্টিফেন সেনেইডার

Ans - স্টিফেন সেনেইডার

10. বিংশ শতাব্দীর উম্নতম বছর কোনটি ?

[A] 1999
[B] 1998
[C] 1997
[D] 1996

Ans - 1998

11. কিয়ােটা প্রােটোকলে কত খ্রিস্টাব্দের মধ্যে সমস্ত দেশগুলিকে গ্রিনহাউস গ্যাস উৎপাদনের হার কমাতে বলা হয়েছে ?

[A] 2007-11
[B] 2009-13
[C] 2008-12
[D] 2010-12

Ans - 2008-12

12. পৃথিবীর গড় তাপমাত্রা কত ?

[A] 15 ডিগ্রী সেন্টিগ্রেড
[B] 24 ডিগ্রী সেন্টিগ্রেড
[C] 23 ডিগ্রী সেন্টিগ্রেড
[D] 20 ডিগ্রী সেন্টিগ্রেড

Ans - 15 ডিগ্রী সেন্টিগ্রেড

13. পৃথিবীতে যদি গ্রিনহাউস এফেক্ট না থাকত তবে পৃথিবীর গড় তাপমাত্রা কত হত ?

[A] 18 ডিগ্রী সেন্টিগ্রেড
[B] 12 ডিগ্রী সেন্টিগ্রেড
[C] 10 ডিগ্রী সেন্টিগ্রেড
[D] 16 ডিগ্রী সেন্টিগ্রেড

Ans - 10 ডিগ্রী সেন্টিগ্রেড

14. বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন কবে দেওয়া হয় ?

[A] 1996
[B] 1998
[C] 1997
[D] 1999

Ans - 1996

15. 1992 খ্রিস্টাব্দে যে নতুন কলেরা স্ট্রেনটির সৃষ্টি ভারতে হয় তার নাম -

[A] 0139
[B] 0132
[C] 0134
[D] 0136

Ans - 0139

16. ভারতে এই শতকের মারণ রােগ কোনটি ?

[A] এইডস
[B] যক্ষ্মা
[C] আন্ত্রিক
[D] ডেঙ্গু

Ans - যক্ষ্মা

17. বর্তমানের 'জগদীশচন্দ্র বােস উদ্ভিদ উদ্যান কবে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ?

[A] 1787 খ্রিস্টাব্দে
[B] 1788 খ্রিস্টাব্দে
[C] 1778 খ্রিস্টাব্দে
[D] 1790 খ্রিস্টাব্দে

Ans - 1787 খ্রিস্টাব্দে

18. কোন গ্যাসটি সর্বাপেক্ষা স্থায়ী গ্রিনহাউস গ্যাস ?

[A] ক্লোরােফ্লুরােকার্বন
[B] সালফার হেক্সা ফ্লুরাইড
[C] কার্বন ডাই অক্সাইড
[D] মিথেন

Ans - সালফার হেক্সা ফ্লুরাইড

19. মেসােস্ফিয়ারের উচ্চতা কত ?

[A] 11 - 809 কি.মি.
[B] 50 - 85 কি.মি.
[C] 45 - 78 কি.মি.
[D] 78 - 89 কি.মি.

Ans - 50 - 85 কি.মি.

20. ট্রপােস্ফিয়ারের প্রতি 1 কিলােমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কত কমে যায় ?

[A] 4°C
[B] 6°C
[C] 1°C
[D] 3°C

Ans -  6°C

21. 1 টন ইস্পাত তৈরি করতে কত পরিমাণ ব্যবহারযোগ্য জল প্রয়ােজন হয় ?

[A] 234 টন
[B] 45 টন
[C] 150 টন
[D] 140 টন

Ans - 150 টন

22. কোন দিন বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় ?

[A] 13 মে
[B] 14 মে
[C] 12 মে
[D] 11 মে

Ans - 12 মে

23. যক্ষ্মার যে মারণ স্ট্রেনটি জন্ম নিয়েছে তার নাম কী ?

[A] এম ডি আর
[B] এম ডি বি
[C] এম টি বি
[D] কোনওটিই নয়

Ans - এম ডি আর

24. 'ম্যাড কাউ' রােগটি সৃষ্টিকারী জীবাণুটির নাম কী ?

[A] ভাইরাস
[B] ব্যাকটেরিয়া
[C] প্রায়ন
[D] ভিরয়েডস

Ans - প্রায়ন

25. সাধারণত সদ্যজাত শিশুর চোখে সংক্রমণ হলে কোন অ্যান্টিসেপটিক ব্যবহার করা হয় ?

[A] ইথানল
[B] ফেনল
[C] মিউরিয়াটিক অ্যাসিড
[D] সিলভার নাইট্রেট

Ans - সিলভার নাইট্রেট

26. স্তরীভূত মেঘকে কী বলে ?

[A] স্ট্র্যাটাস
[B] সিরাস
[C] কিউমুলাস
[D] নিম্বাস

Ans - স্ট্র্যাটাস

27. নিম্নলিখিত কোনটি এ্যাক্রো পরিপােষক?

[A] ম্যাঙ্গানিজ
[B] কার্বন
[C] আয়ােডিন
[D] কোনওটিই নয়

Ans - কার্বন

28. নিম্নলিখিত কোনটি মাইক্রো পরিপোষক ?

[A] ম্যাঙ্গানিজ
[B] মলিবডেনাম
[C] আয়ােডিন
[D] কোনওটিই নয়

Ans - মলিবডেনাম

29. আমরা বাস করছি যে যুগে তার নাম কী ?

[A] মায়ােসিন
[B] প্লায়ােসিন
[C] হলােসিন
[D] প্লিস্টোসিন

Ans - হলােসিন

30. 'ইকোলজি' শব্দটি প্রথম ব্যবহার করেন?

[A] ওডাম
[B] স্মিথ
[C] ট্রান্সলে
[D] কোনওটিই নয়

Ans - ওডাম

নীচের মকটেস্টটি দিয়ে কে কত পেয়েছেন কমেন্ট করে জানান -