Primary Tet Evs Online Mock Test in Bengali Part - 10 পরিবেশ বিজ্ঞান অনলাইন মকটেস্ট প্রাইমারি টেট পর্ব - ১০
প্রিয় বন্ধুরা ,
আজ তোমাদের জন্য শেয়ার করছি Primary Tet EVS Online Mock Test in Bengali Part - 10 । পরিবেশ বিজ্ঞান থেকে পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে সেই রকম প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে ।
সুতরাং আর সময় নষ্ট না করে আগে 30 টি প্রশ্নোত্তর ভালো করে পড়ে নিন তারপর নীচের মক টেস্টটিতে অংশ নিন .
1. কোথায়, কবে, বিশুদ্ধ জল ও শৌচব্যবস্থার বিশ্ব পরামর্শ সভা অনুষ্ঠিত হয় ?
[A] নয়াদিল্লি 1990[B] নয়াদিল্লি 1998
[C] নয়াদিল্লি 1997
[D] নয়াদিল্লি 1987
Ans - নয়াদিল্লি 1990
2. 2025 খ্রিস্টাব্দে পৃথিবীর জনসংখ্যার শতকরা কত শহরে বাস করবে ?
[A] 67 %
[B] 60 %
[C] 50 %
[D] 68 %
Ans - 60 %
3. যে স্থানে পৃথিবীর দুটি প্লেট একটি আর একটির তলায় ঢুকে যায় তাকে কী বলে ?
[A] সাবডাকসন
[B] সারকামভালেশন
[C] সারকাম ফুয়েন্স
[D] এর কোনওটিই নয়
Ans - সাবডাকসন
4. রাষ্ট্রীয় বন্যা আয়ােগ কবে গঠিত হয় ?
[A] 1978 খ্রিস্টাব্দে
[B] 1976 খ্রিস্টাব্দে
[C] 1977 খ্রিস্টাব্দে
[D] 1980 খ্রিস্টাব্দে
Ans - 1976 খ্রিস্টাব্দে
5. বিংশ শতাব্দীর শুরু থেকে এখনও পর্যন্ত ভূ-পূষ্ঠের তাপমাত্রা কতটা বেড়েছে?
[A] 0.6 সেন্টিগ্রেড
[B] 1 সেন্টিগ্রেড
[C] 2 সেন্টিগ্রেড
[D] 0.2 সেন্টিগ্রেড
Ans - 0.6 সেন্টিগ্রেড
6. কোন দশকে সবচেয়ে বেশি উষ্ণ বছর হয়েছে ?
[A] নব্বইয়ের দশক
[B] আশির দশক
[C] সত্তরের দশক
[D] কোনওটিই নয়
Ans - নব্বইয়ের দশক
7. কোন বৈজ্ঞানিক প্রথম গ্লোবাল ওয়ার্মিং-এর পূর্বাভাস দিয়েছিলেন ?
[A] আরহেনিয়াস
[B] ওডাম
[C] স্ট্যানলে
[D] হেইকলার
Ans - আরহেনিয়াস
8. কে প্রথম দেখান বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধি পেলে অতিলােহিত রশ্মির শােষণ বাড়?
[A] আরহেনিয়াস
[B] ওডাম
[C] স্ট্যানলে
[D] গিলবার্ট
Ans - গিলবার্ট
9. কে প্রথম গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে সঠিক ভবিষ্যৎবাণী করেন ?
[A] আরহেনিয়াস
[B] স্ট্যানলে
[C] ওডাম
[D] স্টিফেন সেনেইডার
Ans - স্টিফেন সেনেইডার
10. বিংশ শতাব্দীর উম্নতম বছর কোনটি ?
[A] 1999
[B] 1998
[C] 1997
[D] 1996
Ans - 1998
11. কিয়ােটা প্রােটোকলে কত খ্রিস্টাব্দের মধ্যে সমস্ত দেশগুলিকে গ্রিনহাউস গ্যাস উৎপাদনের হার কমাতে বলা হয়েছে ?
[A] 2007-11
[B] 2009-13
[C] 2008-12
[D] 2010-12
Ans - 2008-12
12. পৃথিবীর গড় তাপমাত্রা কত ?
[A] 15 ডিগ্রী সেন্টিগ্রেড
[B] 24 ডিগ্রী সেন্টিগ্রেড
[C] 23 ডিগ্রী সেন্টিগ্রেড
[D] 20 ডিগ্রী সেন্টিগ্রেড
Ans - 15 ডিগ্রী সেন্টিগ্রেড
13. পৃথিবীতে যদি গ্রিনহাউস এফেক্ট না থাকত তবে পৃথিবীর গড় তাপমাত্রা কত হত ?
[A] 18 ডিগ্রী সেন্টিগ্রেড
[B] 12 ডিগ্রী সেন্টিগ্রেড
[C] 10 ডিগ্রী সেন্টিগ্রেড
[D] 16 ডিগ্রী সেন্টিগ্রেড
Ans - 10 ডিগ্রী সেন্টিগ্রেড
14. বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন কবে দেওয়া হয় ?
[A] 1996
[B] 1998
[C] 1997
[D] 1999
Ans - 1996
15. 1992 খ্রিস্টাব্দে যে নতুন কলেরা স্ট্রেনটির সৃষ্টি ভারতে হয় তার নাম -
[A] 0139
[B] 0132
[C] 0134
[D] 0136
Ans - 0139
16. ভারতে এই শতকের মারণ রােগ কোনটি ?
[A] এইডস
[B] যক্ষ্মা
[C] আন্ত্রিক
[D] ডেঙ্গু
Ans - যক্ষ্মা
17. বর্তমানের 'জগদীশচন্দ্র বােস উদ্ভিদ উদ্যান কবে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ?
[A] 1787 খ্রিস্টাব্দে
[B] 1788 খ্রিস্টাব্দে
[C] 1778 খ্রিস্টাব্দে
[D] 1790 খ্রিস্টাব্দে
Ans - 1787 খ্রিস্টাব্দে
18. কোন গ্যাসটি সর্বাপেক্ষা স্থায়ী গ্রিনহাউস গ্যাস ?
[A] ক্লোরােফ্লুরােকার্বন
[B] সালফার হেক্সা ফ্লুরাইড
[C] কার্বন ডাই অক্সাইড
[D] মিথেন
Ans - সালফার হেক্সা ফ্লুরাইড
19. মেসােস্ফিয়ারের উচ্চতা কত ?
[A] 11 - 809 কি.মি.
[B] 50 - 85 কি.মি.
[C] 45 - 78 কি.মি.
[D] 78 - 89 কি.মি.
Ans - 50 - 85 কি.মি.
20. ট্রপােস্ফিয়ারের প্রতি 1 কিলােমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কত কমে যায় ?
[A] 4°C
[B] 6°C
[C] 1°C
[D] 3°C
Ans - 6°C
21. 1 টন ইস্পাত তৈরি করতে কত পরিমাণ ব্যবহারযোগ্য জল প্রয়ােজন হয় ?
[A] 234 টন
[B] 45 টন
[C] 150 টন
[D] 140 টন
Ans - 150 টন
22. কোন দিন বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় ?
[A] 13 মে
[B] 14 মে
[C] 12 মে
[D] 11 মে
Ans - 12 মে
23. যক্ষ্মার যে মারণ স্ট্রেনটি জন্ম নিয়েছে তার নাম কী ?
[A] এম ডি আর
[B] এম ডি বি
[C] এম টি বি
[D] কোনওটিই নয়
Ans - এম ডি আর
24. 'ম্যাড কাউ' রােগটি সৃষ্টিকারী জীবাণুটির নাম কী ?
[A] ভাইরাস
[B] ব্যাকটেরিয়া
[C] প্রায়ন
[D] ভিরয়েডস
Ans - প্রায়ন
25. সাধারণত সদ্যজাত শিশুর চোখে সংক্রমণ হলে কোন অ্যান্টিসেপটিক ব্যবহার করা হয় ?
[A] ইথানল
[B] ফেনল
[C] মিউরিয়াটিক অ্যাসিড
[D] সিলভার নাইট্রেট
Ans - সিলভার নাইট্রেট
26. স্তরীভূত মেঘকে কী বলে ?
[A] স্ট্র্যাটাস
[B] সিরাস
[C] কিউমুলাস
[D] নিম্বাস
Ans - স্ট্র্যাটাস
27. নিম্নলিখিত কোনটি এ্যাক্রো পরিপােষক?
[A] ম্যাঙ্গানিজ
[B] কার্বন
[C] আয়ােডিন
[D] কোনওটিই নয়
Ans - কার্বন
28. নিম্নলিখিত কোনটি মাইক্রো পরিপোষক ?
[A] ম্যাঙ্গানিজ
[B] মলিবডেনাম
[C] আয়ােডিন
[D] কোনওটিই নয়
Ans - মলিবডেনাম
29. আমরা বাস করছি যে যুগে তার নাম কী ?
[A] মায়ােসিন
[B] প্লায়ােসিন
[C] হলােসিন
[D] প্লিস্টোসিন
Ans - হলােসিন
30. 'ইকোলজি' শব্দটি প্রথম ব্যবহার করেন?
[A] ওডাম
[B] স্মিথ
[C] ট্রান্সলে
[D] কোনওটিই নয়
Ans - ওডাম
নীচের মকটেস্টটি দিয়ে কে কত পেয়েছেন কমেন্ট করে জানান -
0 মন্তব্যসমূহ
কোনো প্রশ্ন থাকলে জানাও