Recents in Beach

WBBSE Class 10 History Suggestion I ইতিহাসের ধারণা – প্রশ্ন উত্তর সাজেশন



ইতিহাসের ধারণা – প্রশ্ন উত্তর সাজেশন



দশম শ্রেণী ইতিহাস : ইতিহাসের ধারণা

[প্রতিটি প্রশ্নের মান-1]


1. 'নবান্ন' নাটক কে রচনা করেন ?

👉 বিজন ভট্টাচার্য I


2. 'ভারতমাতা' ছবিটি কার আঁকা ?

👉 অবনীন্দ্রনাথ ঠাকুরের I


3. 'মাদ্রাজ মেডিকেল কলেজ' কবে স্থাপিত হয় ?

👉 1835 খ্রিস্টাব্দে I


4. 'জীবনের ঝরাপাতা' প্রথমে কোন পত্রিকায় ছাপা হয় ?

👉 'দেশ' নামক সাপ্তাহিক পত্রিকায় I


5. ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চা কে শুরু করেন ?

👉 রণজিৎ গুহ এবং পার্থ চট্টোপাধ্যায় I


6. অ্যানাল স্কুল কে প্রতিষ্ঠা করেন ?

👉 ফারনান্দ ব্রদেল I


7. চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন ?

👉 সুন্দরলাল বহুগুণা I


8. নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেত্রী কে ছিলেন ?

👉 মেধা পাটেকর I


9. ভারতে প্রথম বন
সংরক্ষণ আইন চালু হয় ?

👉 1878 খ্রিস্টাব্দে I


10. সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় ?

👉 মহাফেজখানায় (দিল্লিতে অবস্থিত) I


11. ভারতের প্রথম সংবাদপত্রের নাম কী ?

👉 বেঙ্গল গেজেট (1780 খ্রিস্টাব্দে, সম্পাদক অগাস্টাস হিকি) I


12. বঙ্গদর্শন পত্রিকা কবে, কার সম্পাদনায় প্রকাশিত হয় ?

👉 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, 1872 খ্রিস্টাব্দে I


13. 'বন্দেমাতরম' গান কোন উপন্যাসের অন্তর্গত ?

👉 'আনন্দমঠ' I


14. 'একাত্তরের ডায়েরি' কার লেখা ?

👉 সুফিয়া কামালের লেখা I


15. 'হতুমপাচার নক্সা’ কে রচনা করেন ?

👉 কালীপ্রসন্ন সিংহ


2 Marks Question Answer


1. নিম্নবর্গের ইতিহাস  চর্চার সূচনা কবে হয়েছিল ? 


 👉 1982 খ্রিস্টাব্দে ।  



2. নিম্নবর্গের ইতিহাস বিষয়ক একটি গ্রন্থের নাম লেখাে ।

   

👉 অধ্যাপক রণজিৎ গুহ রচিত 'সিলেক্টেড সাবল্টার্ন স্টাডিজ' গ্রন্থে ।



3. দুটি পরিবেশ বিষয়ক আন্দোলনের নাম লেখাে ।

  👉  (i) নর্মদা বাঁচাও আন্দোলন


   (ii) চিপকো আন্দোলন



4.  কবে, কাদের হারিয়ে মােহনবাগান IFA শিল্ড লাভ করে ?

👉 1911 খ্রিস্টাব্দে, ব্রিটিশদের ইয়র্ক ক্লাবের বিরুদ্ধে



5. খাদ্যভাসের ইতিহাসচর্চার দু'টি বৈশিষ্ট্য লেখাে


 👉   (i)খাদ্যাভাসের ইতিহাসচর্চা জাতীয়তাবােধের সৃষ্টি করে এবং 


         (ii)বিভিন্ন জাতিগােষ্ঠীর মানুষের খাদ্যাভাস সম্পর্কে জানতে পারা যায় । 


এটা জাতীয়তাবােধকে যেমন উদ্বুদ্ধ করে, ঠিক তেমনি জাতীয় আন্দোলনের হাতিয়ার              হিসেবেও কাজ করে।


6. স্থানীয় বা আঞ্চলিক ইতিহাসের বৈশিষ্ট্য কী ?


 👉 স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস থেকে ছােটো ছােটো ঘটনার বিবরণ জানা যায় যা জাতীয় ইতিহাস নির্মাণের ভিত্তি হিসেবে কাজ করে।


7.  অ্যানাল স্কুল কী ?

👉 মার্ক ব্লখ, লুসিয়ান ফেবরের তত্ত্বাবধানে ‘অ্যানালম অব ইকোনমিক অ্যান্ড সােশ্যাল হিস্ট্রি’ পত্রিকা প্রকাশিত হয়। এর থেকেই যে গােষ্ঠী গড়ে ওঠে, তা অ্যানাল স্কুল নামে পরিচিত।


8. স্মৃতিকথা কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহৃত হয় ?


👉 1947 খ্রিস্টাব্দে দেশভাগের ইতিহাস, জাতিদাঙ্গা, উদ্বাস্তু জীবন বিভিন্নভাবে বিভিন্ন সাহিত্যিকের লেখায়, স্মৃতিকথায় সুন্দরভাবে ফুটে উঠেছে, যা উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ।


9.  ফটোগ্রাফিচর্চায় দু'জন উল্লেখযােগ্য বাঙালির নাম লেখাে । 

   

👉 (i) উপেন্দ্রকিশাের রায়চৌধুরি 


          (ii)সুকুমার রায়।


10.  ভারতীয় স্থাপত্যের ইতিহাস সংক্রান্ত গবেষকের নাম লেখাে ।

👉 (i) জেমস ফার্গুসন


     (ii) পারসি বােরাে


     (iii) তারাপদ সাঁতরা



11.  রবীন্দ্রনাথের আত্মজীবনীর নাম কী ? এটি কবে প্রকাশিত হয় ?

👉 1912 খ্রিস্টাব্দে প্রকাশিত রবীন্দ্রনাথের আত্মজীবনীর নাম জীবনস্মৃতি ।



12. স্থানীয় ইতিহাসচর্চা কেন গুরুত্বপূর্ণ ?

👉 প্রাচীন ইতিহাসচর্চায় দেশ, বিদেশ, মহাদেশ প্রভৃতি বিশাল অঞ্চল আলােচিত হয়েছে, যা কোনাে ছােটো স্থানের পুঙ্খানুপুঙ্খ আলােচনা করতে পারে না। তাই জাতীয় ইতিহাস রচনা করতে গেলে স্থানীয় ইতিহাসের ওপর নির্ভর করতে হয় ।



13. জীবনের ঝরাপাতা কার রচনা ? এই গ্রন্থ থেকে আমরা কী জানতে পারি ?


👉 ‘জীবনের ঝরাপাতা’ সরলাদেবী চৌধুরাণী রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ। এর থেকে তৎকালীন ভারতীয় কৃষক, শ্রমিক শ্রেণির প্রতি ব্রিটিশ শাসকদের অন্যায়, অত্যাচার ও এর বিরুদ্ধে ছাত্র-যুবক শ্রেণির বিপ্লবী কর্মধারা সম্পর্কে জানা যায় ।



14.  রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনস্মৃতি থেকে কী জানা যায় ?

👉 সমকালীন ভারতীয় রাজনৈতিক কর্মসূচিতে ঠাকুরবাড়ির সদস্যদের অংশগ্রহণ, স্বদেশি যুগের শিক্ষা ব্যবস্থা, হিন্দুমেলা সম্পর্কে বিশদ বিবরণ জানা যায় ।



15.  ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা কী কী ?

👉 ইন্টারনেটের ব্যবহারে যে কোনাে তথ্য খুব অল্প সময়ে, অল্প খরচে এবং অল্প পরিশ্রমে পাওয়া যায়, যা দ্রুত গবেষণা বা পাঠ প্রস্তুতিতে সাহায্য করে।



16. ইন্টারনেট ব্যবহারের দু'টি অসুবিধা লেখাে ।

👉 (i) ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের সত্যতা সবসময় নিশ্চিত থাকে না ।


      (ii) সর্বদা এইসমস্ত তথ্যের জন্য সূত্রও দেওয়া থাকে না ।



17. নারী ইতিহাসচর্চার গুরুত্ব কী ?

👉 নারী ইতিহাসচর্চার দ্বারা সমাজে নারী সমাজের যথার্থ ভূমিকা ও অবদানকে মর্যাদা দেওয়া হয়। ইতিহাসে নারীর ভূমিকা সম্পর্কে জানা যায়।



আত্মজীবনী / স্মৃতিকথা

লেখক

সত্তর বৎসর

বিপিন চন্দ্র পাল

জীবনস্মৃতি

রবীন্দ্রনাথ ঠাকুর

জীবনের ঝরাপাতা

সরলা দেবী চৌধুরানী

The Story of My Experiments with Truth

মহাত্মা গান্ধী

An Indian Pilgrim

সুভাষচন্দ্র বসু

An Autobiography

জওহরলাল নেহরু

আত্মকথা

ডঃ রাজেন্দ্র প্রসাদ

আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি

মোজাফফর আহমদ

সেদিনের কথা

মণিকুন্তলা সেন

যতদূর মনে পড়ে

জ্যোতি বসু

ছেড়ে আসা গ্রাম

স্মৃতিকথা



ইতিহাসের বিশ্লেষণধর্মী প্রশ্নোত্তর পেতে চাইলে এই পোস্টটা বন্ধুদের মাঝে শেয়ার করো আর কমেন্টে জানাও নিজের মতামত । সবাইকে অসংখ্য ধন্যবাদ ।







একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

কোনো প্রশ্ন থাকলে জানাও