Recents in Beach

Primary Tet Evs Online Mock Test Bengali Part - 08

Primary Tet Evs Online Mock Test in Bengali Part - 08 পরিবেশ বিজ্ঞান অনলাইন মকটেস্ট প্রাইমারি টেট পর্ব - ০৮


Primary Tet Evs Online Mock Test in Bengali Part - 08


প্রিয় বন্ধুরা , 
                        আজ তোমাদের জন্য শেয়ার করছি Primary Tet EVS Online Mock Test in Bengali Part - 8 । পরিবেশ বিজ্ঞান থেকে পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে সেই রকম প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে 

               সুতরাং আর সময় নষ্ট না করে আগে 30 টি প্রশ্নোত্তর ভালো করে পড়ে নিন তারপর নীচের মক টেস্টটিতে অংশ নিন .

পরিবেশ বিজ্ঞানের ৩০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর


1. সবুজ আহরণ দিবস কোনটি ?

[A] 16 সেপ্টেম্বর
[B] 21 সেপ্টেম্বর
[C] 28 সেপ্টেম্বর
[D] 3 অক্টোবর

=======================

2. বিশ্বপ্রাণী বাসস্থান দিবস কোনটি ?

[A] 16 সেপ্টেম্বর
[B] 21 সেপ্টেম্বর
[C] 28 সেপ্টেম্বর
[D] 3 অক্টোবর

=======================

3. বন্যপ্রাণী সপ্তাহ কোনটি ?

[A] 1-7 জুলাই
[B] 1-7 আগষ্ট
[C] 1-7 সেপ্টেম্বর
[D] 1-7 অক্টোবর

=======================

4. আন্তর্জাতিক প্রাকৃতিক দুর্যোগ লাঘব দিবস কোনটি ?

[A] 13 অক্টোবর
[B] 10 ডিসেম্বর
[C] 29 ডিসেম্বর
[D] কোনওটিই নয়

=======================

5. মানবাধিকার দিবস কোনটি ?

[A] 13 অক্টোবর
[B] 10 ডিসেম্বর
[C] 29 ডিসেম্বর
[D] কোনওটিই নয়

=======================
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

Primary Tet Maths - Class 1

Primary Tet Maths - Class 2

👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆

=======================

6. তেজস্ক্রিয়তা প্রথম কে আবিষ্কার করেন ?

[A] বেকারেল
[B] মেরি কুরি
[C] পিয়ের কুরি
[D] কোনওটিই নয়

=======================

7. ইটাই ইটাই রােগ প্রথম কোন শহরে দেখা যায় ?

[A] মিনামাটা
[B] তােয়ামা (জাপান)
[C] বন
[D] প্যারিস

=======================

8. সুন্দরবনে কত ধরণের ম্যানগ্রোভ উদ্ভিদ আছে ?

[A] 34 প্রজাতির
[B] 64 প্রজাতির
[C] 56 প্রজাতির
[D] 60 প্রজাতির

=======================

9. পানীয় জলে আর্সেনিকের সর্বোচ্চ কত মাত্রা থাকলে তা ক্ষতিকর নয় ?

[A] 0.01 ppm
[B] 0.002 ppm
[C] 0.003 ppm
[D] 0.001 ppm

=======================

10. ব্ল্যাকফুট রােগ হয় _____ এর ফলে ?

[A] আর্সেনিক দূষণ
[B] ক্যাডমিয়াম দূষণ
[C] সিসা দূষণ
[D] তামা দূষণ

=======================

11. রক্তে অক্সিজেন পরিবহণ ক্ষমতা _____ এর ফলে হ্রাস পায় ?

[A] আর্সেনিক দূষণ
[B] ক্যাডমিয়াম দূষণ
[C] সিসা দূষণ
[D] নাইট্রেট দূষণ

=======================

12. প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে যে কোনও রাসায়নিক বিক্রিয়া দ্বিগুণ হয়ে যায়, একে কী বলে ?

[A] কিউ 10
[B] ডি 10
[C] আর 10
[D] সি 10

=======================

13. প্রতি একরে 50 থেকে 100 কিগ্রা নাইট্রোজেন সারা বছরে যুক্ত করতে পারে কোন ব্যাকটেরিয়া ?

[A] রাইজোবিয়াম
[B] অ্যাজোটোব্যাকটর
[C] অ্যানবিনা
[D] ক্লসট্রিডিয়াম

=======================

14. অ্যামােনিয়ামকে কোন ব্যাকটিরিয়া নাইট্রেটে জারিত করে ?

[A] নাইট্রোসােমােনাস
[B] নাইট্রোসােব্যাকটর
[C] ডিনাইট্রিফিক্যান্ট
[D] সিউডােমােনাস

=======================

15. কোন ধরণের ব্যাকটেরিয়া নাইট্রেটকে ব্যবহার করে নাইট্রোজেনকে বায়ুতে মুক্ত করে ?

[A] নাইট্রোসােমােনাস
[B] নাইট্রোসােব্যাকটর
[C] ডিনাইট্রিফিক্যান্ট
[D] সিউডােমােনাস

=======================

16. কার্বন মনােক্সাইড হিমােগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে কী যৌগ উৎপন্ন করে?

[A] কার্বক্সিহিমােগ্লোবিন
[B] কার্বামিনােহিমােগ্লোবিন
[C] অক্সিহিমােগ্লোবিন
[D] এর কোনওটিই নয়

=======================

17. সালফার ডাই অক্সাইড উদ্ভিদের কী ক্ষতি করে ?

[A] ক্লোরােসিস
[B] উইল্টিং
[C] নেক্রোসিস
[D] কোনওটিই নয়

=======================

18. সালােকসংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত করে কোন যৌগটি ?

[A] পার অ্যাসিটাইল নাইট্রেট
[B] হাইড্রোজেন সালফেট
[C] সালফার
[D] ওজোন

=======================

19. সর্বোচ্চ কত pH থাকলে বৃষ্টিকে অম্লবৃষ্টি বলে ?

[A] 5 pH
[B] 5.4 pH
[C] 5.9 pH
[D] 5.6 pH

=======================

20. আপতিত অবলােহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত ?

[A] 0.8-4 মিলি মাইক্রন
[B] 0.5-2 মিলি মাইক্রন
[C] 0.6-3 মিলি মাইক্রন
[D] এর কোনওটিই নয়

=======================

21. প্রকৃত গ্রিনহাউসের সাধারণ উষ্ণতা কত ?

[A] 38-39 ডিগ্রি সেন্টিগ্রেড
[B] 40 ডিগ্রি সেন্টিগ্রেড
[C] 30 ডিগ্রি সেন্টিগ্রেড
[D] এর কোনওটিই নয়

=======================

22. সৌরপর্দা [Sun Screen] কাকে বলা হয় ?

[A] ট্রপােস্ফিয়ারকে
[B] স্ট্র্যাটোস্ফিয়ারকে
[C] আয়নােস্ফিয়ারকে
[D] ওজোনস্তরকে

=======================

23. শব্দের মাত্রা কত বেশি হলে তাকে শব্দ দূষণ বলে ?

[A] 70 ডেসিবেল
[B] 80 ডেসিবেল
[C] 90 ডেসিবেল
[D] 100 ডেসিবেল

=======================

24. শব্দের তীব্রতা 100 গুণ বৃদ্ধি পেলে ডেসিবেল স্কেলে কত দাঁড়ায় ?

[A] 100
[B] 20
[C] 10
[D] কোনওটিই নয়

=======================

25. কত ডেসিবেল শব্দ থেকে মানুষের অস্বস্তিভাবের সৃষ্টি হয় ?

[A] 60 ডেসিবেল
[B] 70 ডেসিবেল
[C] 80 ডেসিবেল
[D] 65 ডেসিবেল

=======================

Primary Tet Maths - Class 1

Primary Tet Maths - Class 2


=======================

26. সাধারণ অস্বস্তিকর শব্দের মাত্রা কত ?

[A] 60-90 ডেসিবেল
[B] 70-80 ডেসিবেল
[C] 80 ডেসিবেল
[D] 65 ডেসিবেল

=======================

27. সাধারণভাবে উদ্ভিদ কতখানি শব্দ শােষণ করতে পারে ?

[A] 10-15 ডেসিবেল
[B] 5 ডেসিবেল
[C] 20 ডেসিবেল।
[D] এর কোনওটিই নয়

=======================

28. ভারতীয় দণ্ডবিধির কতধারা অনুযায়ী উচ্চমাত্রার উৎপাদন দণ্ডনীয় অপরাধ ?

[A] 234
[B] 168
[C] 245
[D] 290

=======================

29. দিনরাত সমান হয় কোন কোন দিনে ?

[A] 21 মার্চ , 22 সেপ্টেম্বর
[B] 21 জুন
[C] 21 ডিসেম্বর
[D] 23 সেপ্টেম্বর

=======================

30. কোথায় বছরের অর্ধেক সময় দিন ও অর্ধেক সময় রাত হয় ?

[A] নিরক্ষীয় অঞ্চলে
[B] মেরু অঞ্চলে
[C] কর্কটক্রান্তি অঞ্চলে
[D] মকরক্রান্তি অঞ্চলে


নীচের মকটেস্টটি দিয়ে কে কত পেয়েছেন কমেন্ট করে জানান -



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ